স্মার্টফোনের এই যুগে আমাদের বেশিরভাগ সময় কাটে ফোন নিয়ে। আর আমাদের
মধ্যে অনেকেই আছেন যারা সারাদিন আঠার মত ফোনের সাথে লেগে থাকেন, বিশেষ করে
আমরা যারা ফেসবুকিং এবং ইনস্ট্যান্ট মেসেজিং নিয়ে ব্যস্ত থাকি। তাই
যেখানেই যাই না কেন ফোন আমাদের সাথেই থাকে। যেখানে সেখানে ফোন নিয়ে যাওয়ার
কারনে অনেকসময় অসাবধানতাবশত আপনার ফোনটি পানিতে পড়ে যেতে পারে। আর পানিতে
পড়লেই হইছে কাজ, সাধের ফোনটা বুঝি গেল নষ্ট হয়ে !!! না ভয় পাবেন না। আপনার
ফোনটি পানিতে পড়ে গেলে কি করবেন তাই নিয়ে আমার আজকের পোস্ট…
যা করবেন না-
১) ডিভাইসটি অন করবেন না।
২) আপনার ডিভাইসের কোন বাটন যেমন ভলিউম বা পাওয়ার বাটন প্রেস করবেন না।
৩) ডিভাইসটি ঝাঁকাবেন না। কারন এতে আপনার ডিভাইসের ইন্টারনাল হার্ডওয়্যারের ক্ষতি হতে পারে।
৪) সঠিক পদ্ধতি না জানা থাকলে ডিভাইসটি নিজে নিজে খোলার চেষ্টা করবেন না। এতে করে আপনি আপনার ডিভাইসের হার্ডওয়্যারের ক্ষতি হতে পারে।
৫) অতিরিক্ত গরম কিছু যেমন আগুন বা ওভেনের কাছে ডিভাইসটি রেখে শুকানোর চেষ্টা না করাই ভাল।
৬) হেয়ার ড্রাইয়ার এর অতিরিক্ত গরম বাতাস দিয়ে ফোন শুকানোর চেষ্টা করবেন না।
যা যা করবেন-
১) পানিতে পড়ার পরেও যদি ডিভাইসটি অন থাকে তাহলে সাথে সাথে তা অফ করে দিন।
২) ফোনটি খাড়া ভাবে রাখুন যাতে পানি বের হয়ে যেতে পারে।
৩) ফোনের গায়ে যদি কোন কভার থাকে তবে তা খুলে ফেলুন।
৪) এবার আপনার ডিভাইস থেকে এসডি কার্ড এবং সিম কার্ড খুলে ফেলুন।
৫) এবার আপনার ডিভাইসের ব্যাক কভার এবং ব্যাটারি খুলে ফেলুন।
৬) একটি শুকনো কাপড় বা টিসু দিয়ে মুছে ডিভাইসটি যত সম্ভব শুকিয়ে ফেলুন।
৭) এবার একটি ছোট ব্যাগে চাল ভরে আপনার ফোনটি চালের মধ্যে রেখে
ব্যাগের মুখ বন্ধ করে দিন। শুনতে কিছুটা আজব লাগলেও পানিতে পড়ে যাওয়া ফোন
বা ট্যাবলেট শুকানোর জন্য এটি সবচেয়ে ভাল এবং কার্যকর পদ্ধতি।
৮) আপনার ডিভাইসটি চালের মধ্যে কমপক্ষে ১ দিনের জন্য রেখে দিন এবং
আপনার মাইক্রো এসডি কার্ড এবং সিম কার্ডটি অন্য ফোনে লাগিয়ে থিক আছে কিনা
দেখে নিন।
৯) একদিন পর ব্যাটারি লাগিয়ে ডিভাইসটি অন করুন এবং এবং দেখুন সবকিছু ঠিক আছে কিনা। যেমন- টাচ স্ক্রীন রেস্পন্স,স্পিকার ইত্যাদি।
১০) যদি ফোন অন না হয় তাহলে ব্যাটারি লাগিয়ে ফোন চার্জ দেয়ার চেষ্টা
করুন দেখুন চার্জ হয় কিনা। যদি না হয় তাহলে অন্য একটি ব্যাটারি লাগিয়ে
দেখুন।
১১) সবকিছুর পরেও যদি ডিভাইসে কোন সমস্যা থাকে বা ডিভাইসটি অন না হয় তাহলে ভাল কোন সার্ভিসিং শপে নিয়ে যেতে হবে।
আজ এই পর্যন্ত ।
No comments:
Post a Comment