Wednesday, January 21, 2015

মোবাইল পানিতে পড়ে গেলে কী করবেনঃ

আমাদের সবার বাসাতে বা ঘরে ছোট বাচ্চা যে নেই, এমনটি কেউ বলতে পারবেনা সবার বাসাতেই ২/১ জন করে আছেন উনারা,আর বাসার যত সব কাঁচের জিনিস এবং মোবাইল ফোন তাদের প্রিয় । জিনিস ডেইলি ২/১ কাঁচের জিনিস উনারা ভাংতে না পারলে মনে হয় উনাদের ঘুম হয়না… অনুরুপ মোবাইল ফোন কে উনারা সুযোগে পেলে সিধা বাকেট বা পানির জগে ডুকিয়ে দিয়ে অলসতা করেন না, এবং কেউ মোবাইল পকেটে নিয়ে বাথরুমে বসেন… কাজ শেষে উঠতেই মোবাইল ফোন ছলে গেল কমেডের মাঝে… যাই হউকএমত অবস্তায় কি করবেন জেনে নিন কোন মেকানিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই । এজন্য আপনার যা করতে হবে তা হলঃ ১- মোবাইল ফোনে যদি কোন কাভার থাকে সেটি খুলে ফেলুন ২- মোবাইল ফোন কে পানি থেকে তুলে সাথে সাথে ব্যাক কভার খুলুন/ সম্ভব হলে ফ্রন্ট কাভার টি খুলে নিন অসম্বভ হলে দরকার নেই ৩- ব্যাটারি খুলুন/ সিম কার্ড এবং মেমোরি সহ ৪- হাত দিয়ে ফোন কে শক্ত করে ধরে ভাল করে আস্তে আস্তে ঝাকান দিন যতক্ষন পর্যন্ত পানি বের হবে ৫- সম্ভব হলে এবং অভিজ্ঞতা থাকলে সুধুমাএ সার্কিট টি খুলে ফেলুন/ না খুললে ও কোন সমস্যা নেই তবে একটু বেশী করে তাপের প্রয়োজন হবে ৬- এবার ৬০/১০০ Watt বাল্ব এর নিছে কিছুক্ষণ ছেকিয়ে নিন সার্কিট কে ঘুরিয়ে ঘুরিয়ে ভিবিন্ন অংশ কে এই ভাবে কমপক্ষে ৩/৪ বার করে নেবেন ৫/৬ মিনিট বিরতি দিয়ে দিয়ে এবং এই বিরতি দেওয়ার মানে হল আপনার ফোনে আর কোন পানি অবশিষ্ট আছে কিনা বা পানি জমে থেকে সার্কিট কে বিকল করে দেবে কিনা সেটা জানার জন্য কারন আপনি প্রথম ২বার জখন ছেকিয়ে নেবেন, তখন আপনার স্কিনে পানিটা দেখা যাবে এবং বাল্ব এর তাপে সেই পানিটা চুষে নিবে, এবং সার্কিট জখন গরম হবে তখন পানি আছে কি নেই সেটি বুজা মুশকিল তাই একবার তাপ দিয়ে জখন সার্কিট বা ফোনটি একদম ঠাণ্ডা হবে পুনরায় তাপ দিলে আপনি সেটা বুজতে পারবেন পানি আছে কি নেই, যদি থেকে থাকে তাহলে স্কিনে সেটি দেখা যাবে, আর ফাইনালি যখন বাস্পের মত স্কিনে কিছু দেখা যাচ্ছেনা এবার সব কিছু লাগিয়ে দেখুন ফোন টি আগের মত ছলছে কোন সমস্যা ছাড়াই, এবং এতে আপনার ফোন অপারেটিং কালে ও কোন সমস্যা দেখবেন না ( পরিক্ষিত ) তবে একটা জিনিস অবশ্যাই সতর্কতার সহিত করবেন সেটি হল সার্কিট বা ফোন কে একবারে বেশি তাপ মোটেও দেবেন না কারন এতে বিপরীত ঘটতে পারে, সব কিছুর ই একটা সহন সিমা থাকে বেশি তাপ দেওয়ার ফলে সার্কিট পরিচালনা কারি পার্টস গুল খুলে জেতে পারে, তাই হাত দিয়ে স্পশও করে দেখবেন হাতে জত টুকু সহনশীল হয় তত টুকু হলেই বাল্ব থেকে আলাদা করে ঠাণ্ডা করে পুনরায় আবার দেবেন এই ভাবে ৩/৪ বার করে নিলে আপনার প্রিয় ফোন কে নিয়ে আর কোন ভঁয় নেই এবং আপনাকে আর কোন সার্ভিস সেন্টারে ও জেতে হবেনা… 

Masud_Shariakandi_01787839655

No comments:

Post a Comment