Thursday, November 5, 2015

Everyday ২০ Mb ফ্রি ( Gp)

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। অনেক দিন থেকে ভাবছি ফ্রি নেটের। পোষ্টটা করব। তাই আজ আমি আপনাদের কাছে পোষ্টটা নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। 

১। এটা শুধু গ্রামীন সিমের গ্রাহকদের জন্য। তাই প্রথমে নিচ থেকে Software টি ডাউনলোড করে নিন। 


২। ডাউনলোড শেষে install দিন।
৩। install হয়ে গেল opera max connect দিন।
৪। এবার  options এ passes এ যান। pass store থেকে free internet ticket 20MB নিন। আর Open Apps থেকে আপনার দরকারি App টি চালাতে থাকুন।


 এবার চালাত থাকুন 20MB ফ্রি নেট।

বিঃদ্রঃ এর আগে wowbox দিয়ে 20MB নিলে social pack deactive হয়ে যেত আর ভয় নেই opera max এ social pack deactive হয় না।

পোষ্টটা বুঝতে সমস্যা হলে আমাকে জানাতে পারেন।

01787839655               fb.com/masud.shariakandi

ধন্যবাদ আপনাদের সবাইকে।
Md. Masud

Friday, July 31, 2015

Sunday, July 26, 2015

বাংলালিংকের ইন্টারনেট অফার

১ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত ইন্টারনেট প্যাকেজ

বাংলালিংক চালু করেছে ১টাকা হতে ২০টাকা পর্যন্ত মোট ২০টি ইন্টারনেট প্যাকেজ। এতে ৩MB হতে ৯৫MB পর্যন্ত ৩জি ইন্টারনেট উপভোগ করা যাবে।নিচে প্যাকগুলির বিস্তারিত দেওয়া হলঃ=

1 টাকা - ৩ MB - *5000*600*1*1#
2 টাকা - ৭ MB - *5000*600*2*1#
2 টাকা - ১১ MB - *5000*600*3*1#
4 টাকা - ১৫ MB - *5000*600*4*1#
5 টাকা - ২০ MB - *5000*600*5*1#
6 টাকা - ২৫ MB - *5000*600*6*1#
7 টাকা - ৩০ MB - *5000*600*7*1#
8 টাকা - ৩৫ MB - *5000*600*8*1#
9 টাকা - ৪০ MB - *5000*600*9*1#
10 টাকা - ৪৫ MB - *5000*600*10*1#
11 টাকা - ৫০ MB - *5000*600*11*1#
12 টাকা - ৫৫ MB - *5000*600*12*1#
13 টাকা - ৬০ MB - *5000*600*13*1#
14 টাকা - ৬৫ MB - *5000*600*14*1#
15 টাকা - ৭০ MB - *5000*600*15*1#
16 টাকা - ৭৫ MB - *5000*600*16*1#
17 টাকা - ৮০ MB - *5000*600*17*1#
18 টাকা - ৮৫ MB - *5000*600*18*1#
19 টাকা - ৯০ MB - *5000*600*19*1#
20 টাকা - ৯৫ MB - *5000*600*20*1# -

১টাকা থেকে ১০টাকার প্যাকের মেয়াদ ১দিন।
১১টাকা থেকে ২০টাকার প্যাকের মেয়াদ ২দিন।

অফারের শর্তাবলি -- গ্রাহক *৫০০০*৬০০# ডায়াল করে ইচ্ছামত মধ্যে প্যাক নিতে পারবে।

MB চেক করতে ডায়াল করুন *124*500#- গ্রাহক একাধিক প্যাক অ্যাক্টিভ করতে পারবে।-
প্যাকের মেয়াদ শেষে, অবশিষ্ট এমবি পরের প্যাকের সাথে যোগ হবে।- ১৮% ভ্যাট প্রযোজ্য হবে।

Thursday, March 5, 2015

আপনার প্রিয় এনড্রয়েড মোবাইল যদি পানিতে পড়ে যায় তাহলে আপনার যা করনীয়………

স্মার্টফোনের এই যুগে আমাদের বেশিরভাগ সময় কাটে ফোন নিয়ে। আর আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সারাদিন আঠার মত ফোনের সাথে লেগে থাকেন, বিশেষ করে আমরা যারা ফেসবুকিং এবং ইনস্ট্যান্ট মেসেজিং নিয়ে ব্যস্ত থাকি। তাই যেখানেই যাই না কেন ফোন আমাদের সাথেই থাকে। যেখানে সেখানে ফোন নিয়ে যাওয়ার কারনে অনেকসময় অসাবধানতাবশত আপনার ফোনটি পানিতে পড়ে যেতে পারে। আর পানিতে পড়লেই হইছে কাজ, সাধের ফোনটা বুঝি গেল নষ্ট হয়ে !!! না ভয় পাবেন না। আপনার ফোনটি পানিতে পড়ে গেলে কি করবেন তাই নিয়ে আমার আজকের পোস্ট…
যা করবেন না- 
১) ডিভাইসটি অন করবেন না।

২) আপনার ডিভাইসের কোন বাটন যেমন ভলিউম বা পাওয়ার বাটন প্রেস করবেন না।
৩) ডিভাইসটি ঝাঁকাবেন না। কারন এতে আপনার ডিভাইসের ইন্টারনাল হার্ডওয়্যারের ক্ষতি হতে পারে।
৪) সঠিক পদ্ধতি না জানা থাকলে ডিভাইসটি নিজে নিজে খোলার চেষ্টা করবেন না। এতে করে আপনি আপনার ডিভাইসের হার্ডওয়্যারের ক্ষতি হতে পারে।
৫) অতিরিক্ত গরম কিছু যেমন আগুন বা ওভেনের কাছে ডিভাইসটি রেখে শুকানোর চেষ্টা না করাই ভাল।
৬) হেয়ার ড্রাইয়ার এর অতিরিক্ত গরম বাতাস দিয়ে ফোন শুকানোর চেষ্টা করবেন না।
যা যা করবেন- 
১) পানিতে পড়ার পরেও যদি ডিভাইসটি অন থাকে তাহলে সাথে সাথে তা অফ করে দিন।
২) ফোনটি খাড়া ভাবে রাখুন যাতে পানি বের হয়ে যেতে পারে।
৩) ফোনের গায়ে যদি কোন কভার থাকে তবে তা খুলে ফেলুন।
৪) এবার আপনার ডিভাইস থেকে এসডি কার্ড এবং সিম কার্ড খুলে ফেলুন।
৫) এবার আপনার ডিভাইসের ব্যাক কভার এবং ব্যাটারি খুলে ফেলুন।
৬) একটি শুকনো কাপড় বা টিসু দিয়ে মুছে ডিভাইসটি যত সম্ভব শুকিয়ে ফেলুন।
৭) এবার একটি ছোট ব্যাগে চাল ভরে আপনার ফোনটি চালের মধ্যে রেখে ব্যাগের মুখ বন্ধ করে দিন। শুনতে কিছুটা আজব লাগলেও পানিতে পড়ে যাওয়া ফোন বা ট্যাবলেট শুকানোর জন্য এটি সবচেয়ে ভাল এবং কার্যকর পদ্ধতি।
৮) আপনার ডিভাইসটি চালের মধ্যে কমপক্ষে ১ দিনের জন্য রেখে দিন এবং আপনার মাইক্রো এসডি কার্ড এবং সিম কার্ডটি অন্য ফোনে লাগিয়ে থিক আছে কিনা দেখে নিন।
৯) একদিন পর ব্যাটারি লাগিয়ে ডিভাইসটি অন করুন এবং এবং দেখুন সবকিছু ঠিক আছে কিনা। যেমন- টাচ স্ক্রীন রেস্পন্স,স্পিকার ইত্যাদি।
১০) যদি ফোন অন না হয় তাহলে ব্যাটারি লাগিয়ে ফোন চার্জ দেয়ার চেষ্টা করুন দেখুন চার্জ হয় কিনা। যদি না হয় তাহলে অন্য একটি ব্যাটারি লাগিয়ে দেখুন।
১১) সবকিছুর পরেও যদি ডিভাইসে কোন সমস্যা থাকে বা ডিভাইসটি অন না হয় তাহলে ভাল কোন সার্ভিসিং শপে নিয়ে যেতে হবে।
আজ এই পর্যন্ত ।
 
Av‡ivI Rvb‡Z †hvMv‡hvM Ki“b 


 
 

Monday, February 2, 2015

খুব সহযেই আপনার Facebook এর নাম সিঙ্গেল করুন

বর্তমানে ফেসবুকে একটি প্রিয় জিনিস হল Profile Name সিঙ্গেল করা।

তাই আজ পোষ্টটা করলাম।

অনেকেই ইতিমধ্যে অনেকে তাদের Profile name সিঙ্গেল করেছেন।

যারা যানেন না কিন্তু নাম সিঙ্গেল করতে চান তারা মনোযোগ দিয়ে দেখুন তাহলে শুরু করি।

নাম সিঙ্গেল করার জন্য UC Browser লাগবেই Opera দিয়ে হবেনা।

তাই আপনার Official Uc { যে কোনো র্বাসন }
Open করে Setting এ যান তারপর Network তারপর Proxy server

যান ১ম বক্সে এটা দিবেন

118.98.35.251:8080

২য় বক্সে দিবেন

m.facebook.com
এবার ফেসবুকে ঢুকে Language -Bahasa (Indonesia) select করুন ।

তারপর আবার sett. & privacy এ গিয়ে

General--Name--

১ম বক্সে আপনার কাঙ্খিত Single নেইম দিন এবং সবার নিচের বক্সে পাসওয়ার্ড দিয়ে সেভ
{ পাসওয়ারড় ভুলবেন না যেন }
করুন আর কি অপনার কাজ শেষ আপনার Single নাম হয়ে গেছে।

তারপর আবার Language সেটিং গিয়ে English করে দিন।

এইবার অন্যেদের মত আপনার ও নাম সিঙ্গল হয়ে গেছে।

ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।

fb.com/masud.shariakandi

Wednesday, January 21, 2015

Any Sim Auto Configuaration

1. Banglalink : write ' all ' send to 3343 (free)
2. GP : write ' All ' send to 8080 (free )
3. TeleTalk : write ' SET ' send to 111 (free )
4. Robi : Dial : *140*7# ( charge Apply )

Masud_01787839655

Facebook Name mention

Blue comment @@[1:[0:1:your text]] 
 
Blank comment @[0: ] 
 
Name mention @ [id no:] 
 
Half name mention @[id no:one part of name]