Thursday, November 5, 2015

Everyday ২০ Mb ফ্রি ( Gp)

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। অনেক দিন থেকে ভাবছি ফ্রি নেটের। পোষ্টটা করব। তাই আজ আমি আপনাদের কাছে পোষ্টটা নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। 

১। এটা শুধু গ্রামীন সিমের গ্রাহকদের জন্য। তাই প্রথমে নিচ থেকে Software টি ডাউনলোড করে নিন। 


২। ডাউনলোড শেষে install দিন।
৩। install হয়ে গেল opera max connect দিন।
৪। এবার  options এ passes এ যান। pass store থেকে free internet ticket 20MB নিন। আর Open Apps থেকে আপনার দরকারি App টি চালাতে থাকুন।


 এবার চালাত থাকুন 20MB ফ্রি নেট।

বিঃদ্রঃ এর আগে wowbox দিয়ে 20MB নিলে social pack deactive হয়ে যেত আর ভয় নেই opera max এ social pack deactive হয় না।

পোষ্টটা বুঝতে সমস্যা হলে আমাকে জানাতে পারেন।

01787839655               fb.com/masud.shariakandi

ধন্যবাদ আপনাদের সবাইকে।
Md. Masud